Image

বাগেরহাটে বিএনপি‘র লিফলেট বিতরণ ও সমাবেশ

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি‘র লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪ টায় চিতলমারী উপজেলার হিজলা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন,  জেলা বিএনপির অন্যতম নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা।

বিএনপি নেতা কাজী শের আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, চিতলমারী উপজেল বিএনপির সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, বিএনপি নেতা অ্যাড. মনোয়ার হোসেন, গাজী আব্দুর রহমান, শরিফুল ইসলাম অপু প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার যে রোডম্যাপ ঘোষনা করেছেন তা অনুসরণ করতে হবে। দেশের সম্পদ লুটকারী আওয়ামী লীগ থেকে সতর্ক থাকার জন্য তারা নকলকে আহবান জানান।