Image

ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু'র বাস ভবনে সন্ত্রাসী কতৃক বোমা হামলা ও গুলি বর্ষনের প্রতিবাদে  বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্যরাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, মিজানুর রহমান লিটন, আসাদুজ্জামান খান মিন্টু,  যুবদলের আহবায়ক প্রভাষক মন্জুর রশিদ, কৃষক দলের আহবায়ক মাষ্টার আইয়ুব আহমেদ, সরদার মোজাফফার হোসেন, শেখ শফিকুল ইসলাম, গাজী মোনায়েম হোসেন, গাজী শাহেদুজ্জামান বাবু, মাষ্টার নজরুল ইসলাম, এ এম আমিনুর রহমান, শেখ আব্দুর রশিদ, আব্দুল মজিদ জোয়ার্দার, সন্দিপ চ্যাটার্জি, ফরিদুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, হুমায়ুন কবির, জিল্লুর রহমান, মোঃ মোহসিন বিশ্বাস, গাজী আতিয়ার রহমান, সরদার আব্দুল হালিম, হাফিজুর রহমান সেলিম, হযরত মোড়ল, মোঃ মোজাম, আবু হাসান, হাদিউল মেম্বর, নুরুজ্জান, মোঃআজিজুল শেখ, হায়দার, মোতিন সরদার, তোহিদুর রহমান, জয়নাল শেখ, শাহাজালাল, আমিনুল, রোমান, ছাত্রনেতা আমানউল্লাহ, বোরহান উদ্দিন, বাবু সরদার প্রমুখ।