Image

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়ন চান সনাতন ধর্মাবলম্বীরা

আবু হাসান: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দীন এর মনোনয়ন বাতিল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ অধ্যাপক শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

সোমবার (১০ নভেম্বর) বিকেলে কালিগঞ্জে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানান তারা। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা মোড় চত্বরে যেয়ে সমাবেশ করেন। এ বিক্ষোভ সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশ পূজা উদযাপ পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রনজিৎ কুমার সরকার, সাধারণ সম্পাদক গ্রামডাক্তার মিলন কুমার ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক মিলন কুমার সরকার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব অসিত সেন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ এ সমাবেশে উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজ হুমায়ন কবির ডাবলু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ জাকির, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, নলতা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ আফজালসহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বলেন, ডাক্তার শহিদুল আলম একজন সর্বজনীন নেতা ও জনদরদী মানুষ। দীর্ঘদিন যাবত তিনি দল মতের উর্ধে থেকে সাধারণ মানুষকে চিকিৎসা সেবাসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। তার কাছে যেয়ে কোনো মানুষ সহযোগিতা পাননি এমন ইতিহাস নেই। ডাক্তার শাহিদুল আলমের মতো সৎ ও সদালাপী মানুষ সংসদ সদস্য নির্বাচিত হলে এ এলাকার মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে, ন্যায় বিচার পাবে। কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে গণমানুষের নেতা ডাক্তার শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবি জানিয়ে তারা বলেন, সাতক্ষীরা-৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে থাকা ডাক্তার শহিদুল আলমকে মনোনয়ন দিলে আসনটিতে বিএনপি জয়লাভ করতে পারবে। তাকে মনোনয়ন না দিলে অনেক ভোটার ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। সবদিক বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের উর্দ্ধতন নেতৃবৃন্দ অতিদ্রুত ডাক্তার শহিদুল আলমকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেন তারা।

 

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার সকাল থেকে নলতায় অর্ধদিবস হরতাল ও সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক অবরোধ, বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, বুধবার মানববন্ধন, বৃহস্পতিবার কালো পতাকা মিছিল করা হয়। শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনের জন্য একদিন বিরতি দিয়ে শনিবার উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ এবং রোববার উপজেলার চাম্পাফুল ও তারালী ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। আজ (মঙ্গলবার) বিকেলে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে উপজেলা সদরে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ডা. শহিদুল আলমের কর্মীসমর্থকরা জানিয়েছেন।