কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মহাসীনের বিরুদ্ধে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ
- Dec 06 2025 13:17
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নামে মিথ্যা ও কাল্পনিক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে কাটুনিয়া রাজবাড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মহাসীন হোসেনের বিরুদ্ধে। মহাসীন হোসেনের দ্বারা অপপ্রচার ও হয়রানির শিকার হওয়া শিক্ষকবৃন্দ যথাযথ প্রতিকার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালরয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রানী বিশ্বাস, সহকারী শিক্ষক রোজিনা খাতুন,মোছাঃ হোসনে আরা আতুন, শাহারিয়া ইয়াসমিন, জাহানারা খাতন, রায়হান শরীফ ও আইনুল হক জানান, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মহাসীন হোসেন কাটুনিয়া রাজবাড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় (২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত) তিনি খুব্দীপুর সরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। এ সময়ে তিনি তার ভাইপো ও অন্যান্য বখাটে দিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় শিক্ষিকাদের উত্যক্ত করতেন এবং বিদ্যালয়ে ভীতিকর পরিবেশের সৃষ্টি করেন। তার সাথে তৎকালীন রাজনৈতিক ব্যক্তিবর্গের সুসম্পর্ক ও দলীয় পদ পদবী থাকায় এ সব কর্মকান্ডের বিষয়ে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। এছাড়াও সেসময় মহাসীন হোসেন বিদ্যালয়ের জমি উদ্ধার এবং মামলা সংক্রান্ত কাজে বাধা প্রদান করেন। পরবর্তীতে ম্যানেজিং কমিটির নির্বাচনে ফেল করায় এবং বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য দেওয়ানী মামলা রুজু করায় ক্ষিপ্ত ও প্রতিহিংসাপরায়ণ হয়ে শিক্ষকদের প্রতি বিভিন্ন ধরনের আক্রোশমূলক আচরণ করতে থাকেন। শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য ও সংবাদ প্রচার করে তার লিঙ্ক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের হোয়াটস অ্যাপে পাঠিয়ে শিক্ষকদের বিরুদ্ধে বিরূপ ধারণা তৈরীর চেষ্টা করেন। একপর্যায়ে গত ৩০ নভেম্বর স্কুলের বার্ষিক পরীক্ষার আগের দিন প্রথম শ্রেণির ছাত্রী আখিয়া আনজুম এর দাদা মোঃ আব্দুল আজিজ মৃত্যুবরণ করায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। সে দিন সকাল ৯টার দিকে স্কুলের শ্রেণি কার্যক্রম শুরুর পূর্বেই মহাসিন হোসেন বিদ্যালয়ের অফিসকক্ষে যেয়ে অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন। বিদ্যালয়ের কোনো শিক্ষক এবং কর্তৃপক্ষের বক্তব্য না নিয়ে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উদ্দেশ্যমূলকভাবে তিনি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এতে শিক্ষক-শিক্ষিকাগণ চরম উদ্বিগ্ন ও বিব্রত হয়েছেন। এরূপ উদ্দেশ্যমূলক ভিডিও প্রচারের কারণে শিক্ষকদের সম্মান ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে দাবি করে ভুক্তভোগী শিক্ষকবৃন্দ জানান, মহাসিন হোসেন নিজেও একটি কেজি স্কুলের প্রধান শিক্ষক। তিনি নিজ প্রতিষ্ঠানের দায়িত্ব ফাঁকি দিয়ে এরূপ ভিডিও ধারণ ও নীতিবহির্ভুতভাবে প্রচার করা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। তারা এ ঘটনার যথাযথ প্রতিকার এবং মহাসীন হোসেনের প্রতিহিংসা ও আক্রোশমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের ব্যাপারে জানার জন্য কাটুনিয়া রাজবাড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মহাসীন হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আরো সংবাদ
প্রথম দর্শনে প্রেম
- Dec 06 2025 13:17
নুরনগরে উদ্বোধন হলো 'বাইতুল হামদ্' জামে মসজিদ
- Dec 06 2025 13:17
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





