
সৈয়দপুরে রেলওয়ে কর্মকর্তা খন্দকার নজরুল ইসলামের ইন্তেকাল
- Jul 15 2024 13:02
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী ওয়ার্কস ম্যানেজার (এ ডব্লিউ এম) শহরের উপজেলা সড়কের বাসিন্দা খন্দকার নজরুল ইসলাম (৮৩) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার দিবাগত রাত সোয়া একটায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি,অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী রেখে গেছেন। সোমবার (১৫ জুলাই) বাদ নামাজে আছর মরহুমের জানাজার নামাজ শহরের দারুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে শহরের হাতীখানা কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক,উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, সাবেক চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও এ্যাড. এস এস ওবায়দুর রহমান, ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, নীলফামারী জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, পৌর কাউন্সিলর শাহীন আকতার, জোবায়দুর রহমান শাহীন, বেলাল আহমেদ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ বাচ্চু প্রমুখ। প্রসঙ্গত, মরহুম খন্দকার নজরুল ইসলাম ছিলেন আমেরিকা প্রবাসী মনিরুল ইমলাম রিপন ও কায়সারুল ইসলাম লিংকন ও কামরুল ইসলাম সুমনের বাবা।
আরো সংবাদ
সৈয়দপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকান্ড
- Jul 15 2024 13:02
ডুমুরিয়ায় জমির দলিল নিয়ে অজিত চৌকিদারের আত্মহত্যা
- Jul 15 2024 13:02
ডুমুরিয়ায় অতিবৃষ্টি ও জােয়ারে ওঠা পানিতে বয়ারশিং-আঁধারমানিক প্লাবিত
- Jul 15 2024 13:02
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July