Image

বড়াইগ্রামে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় সুজলা রোজারিও (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ৯টার দিকে বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের উপজেলার বনপাড়া হারোয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তার বহনকারী ভ্যানে ধাক্কা দিলে সে সড়কের উপর পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় তার কোমড় ক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটোয়ারী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে তার মৃত্যু হয়। নিহত সুজলা রোজারিও উপজেলার মাঝগাঁও বাহিমালি গ্রামের অনন্ত পিউরির স্ত্রী। সে তিন সন্তানের জননী। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মূর্মূ জানান, একটি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে তিনি আসছিলেন এবং পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। #