Image

সাতক্ষীরার শ্যামনগরে বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার  শ্যামনগর থানা  আয়োজনে বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় নকিপুর সরকারি এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিট পুলিশিং সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার

মোহাম্মদ মনিরুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াতনেতা গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ,জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলার আমীর মাওলানা আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান, শ্যামনগর থানা নবগত অফিসার ইনচার্জ মোল্যা হুমায়ূন কবীর, ওসি তদন্ত ফকির তাইজুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, শ্যামনগর সদরের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু,  পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সেক্রেটারী কৃষ্ণপদ মন্ডল, হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল প্রমুখ।