সৈয়দপুরে সুন্নী-কওমী এক কাতারে ইসকন নিষিদ্ধের দাবিতে আলেমদের বিক্ষোভ
- Nov 29 2024 11:32
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে দেশের স্বার্থে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও কওমী আলেমরা এক কাতারে দাড়িয়ে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের ফাঁসি দাবি ও দেশের জন্য হুমকি স্বরুপ উগ্রবাদী বাংলাদেশ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)কে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে সৈয়দপুর থানার সর্বস্তরের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ ব্যানারে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন মসজিদ থেকে সুন্নী ও কওমী আলেম সমাজ ও সর্বস্তরের মুসল্লীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশিষ্ট আলেম মাওলানা সাবির নুরী রিজভী। ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজুরের শিক্ষক মাওলানা সৈয়্যদ রাহাতুল আশেকীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কওমী আলেম গোলাম রাব্বানী, সুন্নী উলেমা মাওলানা শাহজাদা আশরাফী, মুফতি আব্দুল হামিদ জামালী, মাওলানা হাসনাইন কাদেরী প্রমুখ। এছাড়া উদ্যোক্তা নাদের, আহসানুল্লাহ হাসান, ইমতিয়াজ আত্তারী, ছাত্র প্রতিনিধি রাকিবুল হাসান, জাভেদ, আব্দুস সালাম, কামাল, রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা ‘ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে বলেন, এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশ কোনো কার্যক্রম চালাতে পারবে না।
তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের হিন্দু-মুসলিমের মধ্যে থাকা সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ‘ইসকন’কে নিষিদ্ধ করতেই হবে। বক্তারা আরও বলেন, আমরা অসাম্প্রদায়িক জাতি হিসেবে পরিচিত। আমাদের দেশের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছে। পূজামন্ডপগুলোতে সার্বক্ষনিক অবস্থান নিয়েছে। এতেই প্রমাণিত হয় আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। তারা বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ‘ইসকন’ আর সনাতন ধর্মাবলম্বী এক নয়। আমরা এ উগ্রবাদী সংগঠনের সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে কথা বলছি। হিন্দু ভাই-বোনদেরও দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান করছি।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ‘ইসকন’ এর নামে তারা দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। ‘র’ এর এজেন্ডা বাস্তবায়নে তাঁরা মাঠে নেমেছে। এদের কর্মকান্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে।
এর আগে খন্ড খন্ড মিছিল বিভিন্ন মসজিদ থেকে এসে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়। ঘন্টাব্যাপি চলা ওই বিক্ষোভ সমাবেশে সুন্নী-কওমীসহ সর্বস্তরের ধর্মপ্রাণরা অংশগ্রহণ করেন।
আরো সংবাদ
জাতীয় সরকারে বিএনপির ‘না’, গুরুত্ব জাতীয় ঐক্য ও রোডম্যাপে
- Nov 29 2024 11:32
সুনামগঞ্জে সালিশ করতে গিয়ে যুবক খুন, আটক ৪
- Nov 29 2024 11:32
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- Nov 29 2024 11:32
১৫১ রাজাকারকে গুলি করে হত্যার মধ্য দিয়ে পতন ঘটে কপিলমুনি রাজাকার ঘাঁটির
- Nov 29 2024 11:32
শ্যামনগরে গণদাবির মুখে জবরদখল মুক্ত হলো ১৩ একর জমি
- Nov 29 2024 11:32
সর্বশেষ
Weather
- London, UK
- 13%
- 6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July