Image

সৈয়দপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও গতকাল শনিবার (১ নভেম্বর) নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” দিবসের এ শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

 

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইমাম।

 

সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফেজ মো. আব্দুল মুনতাকিম, নায়েবে আমীর ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা প্রমুখ।

 

শেষে উপজেলা সমবায় বিভাগের নিবন্ধনকৃত সফল ছয়টি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে সমিতিগুলোকে একটি করে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইমাম। পুরস্কারপ্রাপ্ত সমবায় সমিতি হচ্ছে, সৈয়দপুর নগর উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতি লিঃ, সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, ইউনাইটেড সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ, শাপলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিঃ।

 

এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকারসহ অন্যান্য উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় অফিস থেকে নিবন্ধনকৃত বিভিন্ন সমবায় সমিতির বিপুল সংখ্যক সদস্যরা অংশ নেন।