Image

সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সবিতা রানী (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (১০ নভেম্বর) দুপুরে) খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গী গগণ পাড়া থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবিতা ওই এলাকার নিখিল চন্দ্র রায়ের স্ত্রী। তিনি  দুই সম্তানের জননী।

 

স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।  সেখানে নারী পুলিশের মাধ্যমে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে মরদেহ থানায় নিয়ে আসে।

 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বলেন, এটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ  ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই জানা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু।

এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।