Image

ডুমুরিয়ার বরাতিয়ায় গ্রাম্য নেতাদের নিয়ে গোলটেবিল বৈঠক!

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার বরাতিয়ায় গ্রাম্য নেতাদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বরাতিয়া বিডি ৩২২ এর আয়োজনে মেথোডিষ্ট কমিউনিটি সোস্যাল সার্ভিস (এম সি এস এস) এর পরিচালনায় ও ক্যম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র অর্থায়নে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বরাতিয়া মেথোডিষ্ট চার্জ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ম্যানেজার মনিষ মন্ডল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নযন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

 

আরও বক্তব্য রাখেন,পালক যাকব সরকার, ইউপি সদস্য পলাশ কুমার দাস, ইউপি সদস্য ফিরোজা বেগম, সমাজ প্রতিনিধি বিরেন দাস, সাংবাদিক শেখ আব্দুস সালাম, সাংবাদিক আক্তারুজ্জামান লিটল, সমীরণ কুমার দাস, অমল দেবনাথ, মন্টু কুমার দাস প্রমুখ।