শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করলেন ড. মনিরুজ্জামান
- Nov 11 2025 14:18
এস, এম, মোস্তফা কামাল: বিএনপি মনোনীত সম্ভব্য ধানের শীষ প্রার্থী ড. এম মনিরুজ্জামান মনির শ্যামনগর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন। ১১ নভেম্বর ( মঙ্গলবার) শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মঙ্গলবার দুপুরে তিনি নুরনগরের হাবিবপুর আহম্মদ আলী মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে পৌছে তার কবর জিয়ারত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, ভুরুলিয়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান জিএম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রাক্তন ইউপি চেয়ারম্যান (নুরনগর) গোলাম আলমগীর, শ্যামনগর সদরের প্রাক্তন চেয়ারম্যান পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী মুন্না, নুরুজ্জামান, আবু ইউসুফ, সামছুজ্জোহা টুটুল, আব্দুর রশিদ, সাবেক যুবদল আহবায়ক সফিকুল ইসলাম দুলু, আদম আলী প্রমুখ। এসময় দোয়া পরিচালনা করেন মালানা আলমগীর হোসেন।
এর আগে সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত এ প্রার্থী শ্যামনগর থেকে রামজীবনপুর মোড়ে পৌছান। এসময় সেখানে উপস্থিত নুরনগরের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ শুভেচ্ছা জানান। পরবর্তীতে মানিকপুর হয়ে তিনি হাবিবপুর পৌছালে সেখানে উপস্থিত শতাধিক সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানান এবং আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি বিএনপি মনোনীত তরুন প্রার্থীকে বিজয়ি করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আলহাজ¦ নুর ইসলাম, জিএম আব্দুল কাদের, আলহাজ¦ ওসমান গণি, হাফেজ শাহিনুর রহমান, অয়েজকুরুনী, আব্দুল মজিদ প্রমুখ।
উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে ড. মনিরুজ্জামান বলেন, তিনি বয়সে তরুন হওয়ায় সংসদীয় আসনের মুরুব্বীদের পরামর্শে এলাকার উন্নয়নে কাজ করবেন। কোন দালাল বাটপারের প্রশ্রয় না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন প্রতিপক্ষের রাজনীতিক কিংবা প্রতিদ্বন্দ্বীদের কোন ধরনের অভিযোগ করার মত কাজ তিনি করবেন। বরং সাড়ে চার লক্ষাধিক জনগোষ্ঠী অধ্যুষিত উপকুলবর্তী জনপদের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করবেন।
আরো সংবাদ
শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করলেন ড. মনিরুজ্জামান
- Nov 11 2025 14:18
কালিগঞ্জে ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল প্রকল্পের অবহিতকরণ সভা
- Nov 11 2025 14:18
ডুমুরিয়ার বরাতিয়ায় গ্রাম্য নেতাদের নিয়ে গোলটেবিল বৈঠক!
- Nov 11 2025 14:18
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





