Image

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে কোরআন খানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

 শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা আকরাম হোসেন।

 

উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল্লা বাহার, যুগ্ম আহবায়ক রাব্বি হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম আহমেদ, নলতা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আব্দুল কাদের মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, সদস্য ইউনুস শেখ, যুবদল নেতা আব্দুস সবুর, যুবদল নেতা আব্দুল বারী, যুবদল নেতা আমিরুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।