Image

নুরনগরে উদ্বোধন হলো 'বাইতুল হামদ্' জামে মসজিদ

এস এম মোস্তফা কামাল: সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে রামচন্দ্রপুর বাইতুল হামদ্ জামে মসজিদটি পবিত্র জুম্মা নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।

 

৫ ডিসেম্বর (শুক্রবার) দুপুর সাড়ে ১২ টায় বাইতুল হামদ্ জামে মসজিদটির পরিচালনা কমিটির আয়োজনে মসজিদে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়ে কেরামগন সহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রান মুসল্লীবৃন্দের উপস্থিতি ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মসজিদ সংক্রান্ত ও উন্নয়নকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক  জি এম নূর ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ মুজিবুর রহমান, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল জলিল বাবু, বিশিষ্ট সমাজসেবক  মোঃ হাবিবুর রহমান লিটন, ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সমাজসেবক প্রবাসী মোঃ মোস্তাফিজুর রহমান, মসজিদের সেক্রেটারি সমাজসেবক জিএম গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা, স্থানীয় মুসল্লিদের নামাজের সুবিধার্থে যে সমস্ত দানশীল ব্যক্তিদের সহযোগিতায় মসজিদটি গড়ে উঠেছে এবং অতি অল্প সময়ের মধ্যে মসজিদটির ছাদ নির্মাণপূর্বক নামাজের সুব্যবস্থা করায় মসজিদ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান। মসজিদের আরও অনেক কাজ অসমাপ্ত রয়েছে। এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে মাওঃ মোঃ মোফাজ্জল হোসেন হেলালী'র ইমামতিতে পবিত্র জুম্মা নামাজের মধ্য দিয়ে মসজিদটি জুম্মা মসজিদ হিসাবে শুভ উদ্বোধন করা হয়। সকলের সহযোগিতায় মসজিদ নির্মাণে আজ পর্যন্ত সকল আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহাদাত সরদার ও মসজিদের  ক্যাশিয়ার মোঃ আব্দুল বারী মল্লিক।