স্কাউটিংয়ে জাতীয় শাপলা কাপ অ্যাওয়ার্ড পেল মেধাবী শিক্ষার্থী সারা খাতুন
- Dec 07 2025 12:04
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : গত ৬ ডিসেম্বর পার্বতীপুরে অনুষ্ঠিত শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্টস্ স্কাউট অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়েছে। পার্বতীপুর শহরের রেলওয়ে শহীদ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী শিক্ষার্থী সারা খাতুন স্কাউটের কাব শাখার সর্বোচ্চ জাতীয় অ্যাওয়ার্ড শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।
বাংলাদেশ স্কাউটস্ জাতীয় সদর দপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস্ রেলওয়ে অঞ্চলের তত্বাবধানে এবং বাংলাদেশ স্কাউটস্ পার্বতীপুর রেলওয়ে জেলার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস্ রেলওয়ে অঞ্চলের সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস্ রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও বাংলাদেশ রেলওয়ের মহাব্যাবস্থাপক (পূর্ব) মো.সুবক্তনীন ও বাংলাদেশ স্কাউটস্ রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক সম্পাদক ও বাংলাদেশ রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী ( উন্নয়ন, পদ্মা সেতু রেল সংযোগ) তাবাসসুম বিনতে ইসলাম। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ স্কাউটিংয়ে সফলতা পাওয়ায় স্কাউটের কাব শাখার সর্বোচ্চ জাতীয় অ্যাওয়ার্ড শাপলা কাব অ্যাওয়ার্ডের সম্মাননা সনদ তুলে দেন সারা খাতুনের হাতে। অনুষ্ঠানে রেলওয়ের উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
স্কাউটিংয়ে জাতীয় শাপলা কাপ অ্যাওয়ার্ড পেল মেধাবী শিক্ষার্থী সারা খাতুন
- Dec 07 2025 12:04
প্রথম দর্শনে প্রেম
- Dec 07 2025 12:04
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





