Image

তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বারের মৃত্যতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শোক

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পত্রদূত এর তালা ব্যুরো প্রধান আব্দুল জব্বার (৫২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩১ আগস্ট) বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট ও শ্বাসকষ্টজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সিনিয়র সাংবাদিক আব্দুল জব্বারের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন, তার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। 

 বিবৃতিদাতারা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহসভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক ও প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, আরাফাত আলী, সদস্য আফজাল হোসেন, শেখ আবুল হামিদ, মোখলেছুর রহমান মুকুল, শের আলী, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আবু বক্কর সিদ্দিক, তাজুল হাসান সাদ, শেখ ফারুক হোসেন, মাসুদ খান, বাপ্পী চন্দ্র সরকার, লাভলু আক্তার, আব্দুস সালাম প্রমুখ।