সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য পরীক্ষা করালেন স্বাস্থ্য মন্ত্রী
- Jul 14 2024 13:49
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।রবিবার (১৪ জুলাই) বিকেলে সৈয়দপুর ১০০ বিশিষ্ট হাসপাতালটি পরিদর্শনে আসেন তিনি। এ সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে খোঁজ নেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে জরুরী বিভাগে নিজের স্বাস্থ্য পরীক্ষাও করান তিনি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন হাসপাতালে এসে পৌছালে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম,
মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান ও সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক আরশাদ হোসেন ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হুদা, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-ই- আলম সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.
আবু মো. আলেমুল বাসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেনকে
হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত করেন এবং বিভিন্ন তথ্য বহুল একটি ফাইল মন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির ব্যাপারে আমি সব কিছু অবগত রয়েছি। হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়াও
হাসপাতালের লোকবল সংকট নিরসন, বিভিন্ন ইকুইপমেন্ট ও নতুন অ্যাম্বুলেন্সের যে সমস্যা তা শীঘ্রই সমাধান করা হবে বলে জানান। এ সব ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিকে মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য বলেন।
আরো সংবাদ
সৈয়দপুর বিজ্ঞান কলেজের সাফল্য: মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৫৩ শিক্ষার্থী
- Jul 14 2024 13:49
সৈয়দপুরে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন
- Jul 14 2024 13:49
বাগেরহাটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন
- Jul 14 2024 13:49
বাগেরহাটে বিএনপি নেতা মোস্তাফিজের বহিষ্কারাদেশ প্রত্যারের দাবিতে বিক্ষোভ
- Jul 14 2024 13:49
রামপালে হুড়কা ইউপি'র ডিজিটাল সেন্টারে দূর্ধর্ষ চুরি
- Jul 14 2024 13:49
সর্বশেষ
Weather
- London, UK
- 13%
- 6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July