Image

ডুমুরিয়ায় এসকে বাকার কলেজ আন্তঃ ৪দলীয় ফুটবল টুর্নামেন্টে গোলাপ দল চ্যাম্পিয়ান

শেখ আব্দুস সালাম, ডুমুরিয়া (খুলনা): ডুমুরিয়ায় ডক্টর এসকে বাকার কলেজ আন্তঃ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের  ফাইনালে গোলাপ দল চ্যাম্পিয়ান হয়েছে। রানার্সআপ হয়েছে শাপলা দল। আজ মঙ্গলবার এসকে বাকার কলেজ মাঠে আয়োজিত টুর্ণামেন্টে গোলাপ দল শাপলা দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গোলাপ দলের খেলোয়াড় মফিজুর রহমান মফিজ দলেন পক্ষে দুই'টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

এ উপলক্ষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কলেজ প্রতিষ্ঠিতা বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তি আমেরিকা প্রবাসী বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস্ বিজ্ঞানী সামছুল করিম বাকার।

কলেজ অধ্যক্ষ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ)কামরুল ইসলাম এবং কলেজ গর্ভানিং বডির সাবেক সভাপতি অধ্যক্ষ অবঃ মতলেব আলী সরদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শুভাংকর মজুমদার, প্রভাষক কবির হোসেন, প্রভাষক মোহাম্মদ ইমাম মুহিত,প্রভাষক  প্রসেনজিৎ সাহা, প্রভাষক মোহাম্মদ ইলিয়াস হোসাইন,প্রভাষক সুজন বিশ্বাস,প্রভাষক  মাঝহারুল আনসারী প্রমুখ। 

শেষে অতিথি বৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে ধারা বিবরনীর দায়িত্বে ছিলেন,প্রভাষক ওজিয়ার রহমান মানিক।