Image

সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হলেন তৌহিদ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : আগামী দিনে দেশ ও উন্নয়ন বিরোধী অপশক্তিকে রাজপথে মোকাবেলা করাসহ সংগঠনকে শক্তিশালী করতে সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের শুণ্য হওয়া সাধারণ সম্পাদক পদটি পুরণ করা হয়েছে। ওই পদে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ক্লীন ইমেজের উদীয়মান নেতা সমাজসেবক মো. তহিদার রহমান (তৌহিদ)।

গত ৩১ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু ও সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন তাঁকে ওই পদের জন্য অনুমোদন দেন। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংগঠনের এক পত্রের মাধ্যমে দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংগঠনটির সুত্র জানায়, সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক মো. কাজী নজরুল ইসলাম রয়েল কিছুদিন আগে তাঁর ওই পদ থেকে পদত্যাগ করায় পদটি শুণ্য হয়। ফলে কেন্দ্রীয় নির্দেশে তহিদার রহমান তৌহিদকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ৩১ জুলাই রাতে দায়িত্ব প্রদানের পত্রটি তাঁর হাতে তুলে দেন সংগঠনের জেলা সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু ও সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন। এসময় জেলা নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজম আলী সরকারসহ অন্যান্যরা।

জানতে চাইলে সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. তহিদার রহমান তৌহিদ নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করে যাবো। তিনি বলেন, দলকে শক্তিশালী করে সৈয়দপুর হবে স্বেচ্ছাসেবক লীগের ঘাটি। তিনি বলেন, বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে যে অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তা প্রতিহত করতে আওয়ামী লীগের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী রাজপথে থাকবে। ষড়যন্ত্রকারীদের বিঁষদাত উপড়ে দেওয়া না পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না। স্মার্ট বাংলাদেশ গড়তে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধ পরিকর। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। এদিকে একইদিন (৩১ জুলাই) সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সারফারাজ মুন্নাকে পৌর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগ।