
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
- Feb 06 2025 11:45
নীলফামারী জেলা প্রতিনিধি : ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিচারের মাধ্যমে সাজা নিশ্চিতের দাবিতে এবং জুলাই- আগস্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
মার্চ ফর জাস্টিস ও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদানে কেন্দ্রীয় নির্দেশে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদল ওই কর্মসূচি পালন করে। দুপুরে সংগঠনটির আয়োজনে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুল কবির, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিহাব ইসলাম, সৈয়দপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক নাশিদ রেজা লিখন, ছাত্র নেতা মাসুদ রানা, হৃদয় প্রামনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সরকারি কলেজ চত্বরে স্মারকলিপি প্রদান কর্মসূচি উপলক্ষে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের শুরু থেকে আমরা দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবীতে আন্দোলন করে আসছি। তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্র- যুবকদের সংগঠিত করতে গিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হাতে আমরা নিপীড়ন- নির্যাতনের শিকার হয়েছি। আপনার ক্যাম্পাসেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীসহ বিরোধী মতের সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে। স্মারকলিপিতে বলা হয়, বিগত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন ছাত্রলীগের সন্ত্রাসী ও তাদের দোসররা অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর নারকীয় তান্ডব চালিয়েছে। এতে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে। এছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সারাদেশের মতো সৈয়দপুর সরকারি কলেজে ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার জন্য বলা হয়। এতে বলা হয়েছে, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আপনি অতি দ্রুত আমাদের দাবী মেনে দোষীদের বিচারের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। দীর্ঘ দেড় দশকের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিপীড়িত শিক্ষার্থীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করে আমাদেরকে বাধিত করবেন। পরে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলজার হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ। এরআগে তারা কলেজ চত্বরে মিছিল বের করে।
আরো সংবাদ
শ্যামনগরে মৎস্য ঘের দখলের পাঁয়তারা
- Feb 06 2025 11:45
শ্যামনগরে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- Feb 06 2025 11:45
১৮দিন কিশোরীকে আটক রেখে ধর্ষণ, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার
- Feb 06 2025 11:45
কালিগঞ্জের নলতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিস উদ্বোধন ও গণ ইফতার
- Feb 06 2025 11:45
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July