Image

প্রিয়াংকা গান্ধীকে ভারতীয় পুলিশের হয়রানি

ভারতের উত্তর প্রদেশের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার দারাপুরি’র বাড়ি যাওয়ার সময় পুলিশি হয়রানির শিকার হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। 

রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত এই নেত্রী অভিযোগ করেন, প্রথমে সড়কে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় পুলিশ সদস্যরা। পরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এছাড়া পুলিশের নারী সদস্যরা তার ঘাড়ে হাত দেয়। এরপর এক মোটরবাইকে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর আবারো গতিরোধ করে পুলিশ। পরে পায়ে হেঁটে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার দারাপুরি’র বাড়ি যান প্রিয়াংকা।

দাঙ্গার অভিযোগে গত সপ্তাহে লখনৌ’র বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেয়া হয় ক্যান্সারের রোগী দারাপুরিকে। মোদি সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজ্যের কোথায় তিনি যাবেন সেটি বিজেপি ঠিক করতে পারে না।

প্রিয়াংকার অভিযোগের জবাবে উত্তর প্রদেশ পুলিশ জানায়, তারা কেবল তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে।

মানবকণ্ঠ/জেএস