Image

ভারতে নারীসহ ১২ অবৈধ বাংলাদেশি আটক

বৈধ পরিচয়পত্র না থাকায় ভারতের মহারাষ্ট্রে ১২ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৯ জন মহিলা। খবর- এনডিটিভি।

সোমবার পালঘর জেলা থেকে তাদের আটক করা হয়।

খবরে প্রকাশ, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে যখন ধর-পাকড় চলছে তখনই ঘটল এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজ্যের সন্ত্রাসবিরোধী সেল বা দফতরের আধিকারিকেরা চিরুনি তল্লাশি চালিয়ে গ্রেফতার করেন এদের। রাজ্যে যাতে হিংসা ছড়াতে না পারে এবং দেশে অনুপ্রবেশ রুখতেই নাকি এই পদক্ষেপ বলে জানিয়েছেন আধিকারিকেরা।

ATC-র উচ্চপদস্থ কর্তা মানসিং পাটিল জানিয়েছেন, ১২ জন বাংলাদেশির কাছেই কোনও বৈধ কাগজ বা পরিচয়পত্র নেই। এরা ভারতের নাগরিক নয়। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এদেশে ঢুকে বেআইনিভাবে বসবাস করছিল বইসার এলাকায়। খবর পেতেই ATC-র পুলিশ কর্মীরা গ্রেফতার করে এদের। কী করে এরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে দীর্ঘদিন বসবাস করছে, জানতে তদন্তে নেমেছে প্রশাসন।

মানবকণ্ঠ/এইচকে