Image

হাবিপ্রবিতে কৃষকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্থানীয় কৃষকদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে ‘আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন ও পরিচর্যা’ শীর্ষক কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আই.আর.টি)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ফজলুল হক।

কর্মশালায় সভাপতিত্ব করেন আই.আর.টি এর পরিচালক প্রফেসর ড. তারিকুল ইসলাম। এতে মহাবলিপুর, কর্ণাই, সুভ্রাসহ বিভিন্ন গ্রামের ৩০ কৃষক অংশগ্রহণ করেন।

মানবকণ্ঠ/আরবি