Image

কালিগঞ্জের নলতা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা কলেজের দুর্নীতিবাজ ও শিক্ষা ব্যবসায়ী অধ্যক্ষ তোফায়েল আহেমেদের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

পরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ক মো: রনি শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়ক হামিদুল ইসলাম, মো: সোহান, মো: নাঈম, মোঃ ইকবাল হোসেন, মারুফ বিল্লাহ, মেহেরাব হোসেন হোসেন প্রমুখ। 

এসময় বক্তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণের দাবি জানান এবং অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারী দেয়া হয়।