Image

কালিগঞ্জে আলোর পথিক ফাউন্ডেশনের সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশন এর সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় সেকেন্দারনগর চৌমোহনী রংধনু কমপ্লেক্সে কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 ঘুর্ণিঝড় " মিধিলা" মোকাবিলায় প্রস্তুতি এবং আগামী ২০২৪ সালের বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস এ এম  আশিক।
কালিগঞ্জ উপজেলার পথিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী  অধ্যাপক নিয়াজ কওছার তুহিন।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো: জাহাঙ্গীর আলম, আল বাসারুল আলম বাবুল, যুগ্ম সম্পাদক আজিজুল হক, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, শিক্ষা সম্পাদক আবু হাসান, মহিলা সম্পাদিকা আয়েশা নাজনিন আশা, কার্যনির্বাহী সদস্য অ্যাড.সিরাজুল ইসলাম, মো: মনিরুল ইসলাম, আরাফাত হোসেন, আব্দুস সালাম, আশরাফুল ইসলাম প্রমুখ।
 
সভা শেষে সংগঠনের কর্মকর্তাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।