Image

কালিগঞ্জে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জে মহান ‌বিজয় দিবস ও শহীদ বু‌দ্ধিজীবী দিবস উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হয়েছে।
 
রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা র‌হিমা সুলতানা বুশরার সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন সহকারী ক‌মিশনার (ভু‌মি) আজাহার আলী, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান দিপালী রানী ঘোষ, ও‌সি তদন্ত প্রদীপ কুমার সানা, কৃ‌ষি কর্মকর্তা ওয়া‌সিম উ‌দ্দিন, সি‌নিয়র মৎস‌্য কর্মকর্তা নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্ত এস.এম, আকরাম হো‌সেন, নির্বাচন কর্মকর্তা অনুজ কুমার গাইন, তথ‌্য কর্মকর্তা (তথ‌্য আপা) মিরানা আক্তার, সা‌হি‌ত্যিক ও প্রাবা‌ন্ধিক অবসরপ্রাপ্ত অধ‌্যাপক গাজী আ‌জিজুর রহমান, সরকা‌রি ক‌লে‌জের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ নুর ইসলাম, মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সা‌বেক ডেপু‌টি কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল হা‌কিম, বীর মু‌ক্তি‌যোদ্ধা ম‌নির আহ‌মেদ, বীর মু‌ক্তি‌যোদ্ধা অ‌জিহার রহমান, সোহরাওয়ার্দী পার্ক ক‌মি‌টির সদস‌্য স‌চিব এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রা‌হিম, কালিগঞ্জ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, ম‌হিলা আ'লী‌গের সভা‌নে‌ত্রী জেবুন্নাহর জেবু, উপ‌জেলা পুজা উদযাপন প‌রিষ‌দের সাধারণ সম্পাদক গ্রাম‌্য ডাঃ মিলন কুমার ঘোষ প্রমুখ।