Image

ঈদ উপলক্ষে সৈয়দপুরে ৪৩ হাজার পরিবারের মাঝে ভিজিএফ'র চাল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দপুরে সরকারের পক্ষ থেকে ৪৩ হাজার ৩০ পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে ওইসব চাল বিতরণ শুরু হয়। উপজেলার বাঙালিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর্জা আবু সাইদ, ইউপি চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার, ইউপি সচিব মো. ফেরাজুল শাহ প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ৪৩ হাজার ৩০ টি কার্ডের বিপরীতে ৪৩০ মেট্রিক টন ৩০০ কেজি চাল পাচ্ছেন কার্ডধারী অসহায় ও দূস্থ পরিবারগুলো। সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় এবার সৈয়দপুর উপজেলায় পৌরসভাসহ অন্য পাঁচটি ইউনিয়নে কার্ড প্রতি ১০ কেজি করে ৪৩ হাজার  ৩০ টি কার্ডের বিপরীতে ওইসব চাল বরাদ্দ মিলেছে। বরাদ্দ হওয়া এসব চাল ইতোমধ্যে পৌরসভা ও ইউনিয়নগুলোতে বিতরণ শুরু হয়েছে। এরমধ্যে সৈয়দপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ টি কার্ডের বিপরীতে ৪৬.২১০ মেট্রিক টন, এবং ৫ টি ইউনিয়নে ৩৮৪. ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ মেলে। এর মধ্যে কামারপুকুর ইউনিয়নে ৬ হাজার ৯২৩ টি কার্ডের বিপরীতে ৬৯.২৩০ মেট্রিক টন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৮ হাজার ৮২৩ টি কার্ডের বিপরীতে ৮৮.২৩০ মেট্রিক টন, বাঙ্গালীপুর ইউনিয়নে ৫ হাজার ৭০৮ টি কার্ডের বিপরীতে ৫৭.০৮০ মেট্রিক টন,বোতলাগাড়ি ইউনিয়নে ১০ হাজার ৩৮ টি কার্ডের বিপরীতে ১০০.৩৮০ মেট্রিক টন এবং খাতামধুপুর ইউনিয়নে  ৭ হাজার ১৭ টি কার্ডের বিপরীতে ৭০.১৭০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।


শনিবার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে দেখা যায় চাল নিতে আসা অসহায় দরিদ্র নারী পুরুষের দীর্ঘ লাইন। এদের মধ্যে লক্ষণপুর বাড়াইশাল পাড়ার হামিদা(৫০),আনোয়ার (৫৬) পীরপাড়া এলাকার মতিয়ারসহ (৬৩) অনেকে জানান, এবার ঈদ উপলক্ষে চাল পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। অন্তত কয়েকদিন ভালোভাবে চলবে সংসার। আল্লাহ চেয়ারম্যান সাহেবের ভালো করুক।

বাঙ্গালীপুর ইউপি সচিব মো. ফেরাজুল শাহ বলেন,ইউপি চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকারের দিক নির্দেশনায় অসহায় দুস্থ মানুষের জন্য বরাদ্দ পাওয়া ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। 


 জানতে চাইলে সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ বলেন, হতদরিদ্র মানুষ যাতে পবিত্র ঈদুল ফিতর উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপন করতে পারে সেজন্য প্রতি বছরের মতো এবারও সরকার ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছেন। সোমবারের মধ্যে এসব চাল বিতরণ শেষ হবে বলে জানান তিনি।