Image

সৈয়দপুরে দুস্থদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করলেন পৌর মেয়র

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: শনিবার (০৬ এপ্রিল) থেকে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে সৈয়দপুর পৌর এলাকায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে দেওয়া এসব ওইসব চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান। 
ওইদিন সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো.সাইদুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র সবিয়া বেগম সাবিহা,পৌর কাউন্সিলর যথাক্রমে মো. মোস্তাফিজুর রহমান মুন্না সরকার,
কাজী নজরুল ইসলাম রয়েল, বেলাল আহমেদ,
হিসাবরক্ষক আবু তাহেরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা। পৌরসভার সুতৃর জানায়,এবার পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে ৪৬.২১০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। 
বরাদ্দকৃত ওইসব চাল প্রকৃত দুস্থ ও অসহায় পরিবারের তালিকা তৈরি করে চাল বিতরণ করা হচ্ছে।