Image

সৈয়দপুরে পৌর মেয়রের অপসারণের দাবিতে ১৪ কাউন্সিলরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহানের বিরুদ্ধে নৈতিক স্খলন, অনিয়ম, টোলের টাকা আত্মসাতসহ দুর্নীতির প্রতিবাদ এবং তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে পৌরসভার ১৪ কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সৈয়দপুর রেলওয়ে মাঠে জড়ো হয়। পরে ওই ১৪ জন কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীরা পৌর মেয়রের নানা অনিয়ম তুলে ধরে তাঁর অপসারণের দাবিতে শ্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বিক্ষোভকারীরা। এতে সভাপতিত্ব করেন পৌর সভার প্যানেল মেয়র-১ মো. শাহীন হোসেন। সমাবেশে বক্তব্য বলেন পৌর কাউন্সিলর যথাক্রমে  জোবায়দুর রহমান শাহীন, এরশাদ হোসেন পাপ্পু, আনোয়ারুল ইসলাম মানিক, আব্দুল খালেক সাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর যথাক্রমে কাজী জাহানারা বেগম, আফরোজা ইয়াসমিন, রুবিনা শাকিল প্রমুখ। এছাড়া সমাবেশে পৌর কাউন্সিলরদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মেয়রের নানা অনিয়মের প্রতিবাদে বক্তব্য বলেন শহীদ পরিবারের সন্তান মজিবুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শাহাজাদা আলম, নারী নেত্রী আঞ্জুয়ারা বেগম, লোপা চৌধুরী, শ্লোগান কন্যা সোনিয়া বেগম প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, পৌর মেয়র রাফিকা আকতার জাহানের নৈতিক স্খলন, ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও টোলের টাকা আত্মসাত করে দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন। গত তিন বছরে শহরের ভাঙ্গাচোরা সড়ক উন্নয়ন না করে পৌরসভার আয়ের অর্থ লোপাটের মাধ্যমে তিনি নিজের উন্নয়ন করে চলেছেন। অনিয়মের স্বর্গরাজ্য বানিয়েছেন পৌরসভাকে। উন্নয়নবঞ্চিত পৌরবাসী মেয়রের এসব কর্মকাণ্ডে আজ অতিষ্ঠ। তাই এই মেয়রের পদে থাকার আর কোন নৈতিক 
অধিকার নেই। বক্তারা অবিলম্বে মেয়র রাফিকা আকতার জাহানের অপসারণের দাবি জানান। 
অন্যথায় উন্নয়ন বঞ্চিত সৈয়দপুরবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী জানানো হয় সমাবেশ থেকে।