Image

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর কর্মী সমর্থকদের সতর্ক করলেন নির্বাচন কর্মকর্তা

ন্যাশনাল ডেস্ক: নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ পেয়ে চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর ঘোড়া প্রতীকের মোটর শোডাউনে অংশগ্রহণকারী কর্মী সমর্থকদের সতর্ক করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন। আনুমানিক ৫০টি মোটরসাইকেল ও ৩টি প্রাইভেট কার নিয়ে ২৭ এপ্রিল (শনিবার) রাত সোয়া ৮ টার দিকে উপজেলার শীতলপুর ত্রিমোহনী এলাকায় শোডাউনরত অবস্থায় সরাসরি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেযে সতর্ক করেন ওই কর্মকর্তা।

 
শোডাউন পন্ড করার পাশাপাশি থানা পুলিশের সহযোগিতায় সকল গাড়ি এবং লোকজনকে এক জায়গায় করে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সতর্কবার্তা প্রদান করা হয়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন বলেন, ঘোড়া প্রতীকের প্রার্থী সাঈদ মেহেদীর বিরুদ্ধে এর পূর্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ পেয়েছি। শনিবার দিবাগত রাতে অভিযোগের সত্যতা মেলায় সকলের উদ্দেশ্যে বলেছি এতগুলো মোটরযান নিয়ে রাত্ ৮টার পরে নির্বাচনী শোডাউন চালানো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। গাড়িগুলো থানা পুলিশের সহযোগিতায় থানা হেফাজতে রাখতে এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে গাড়িগুলো নেয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।
 
প্রসঙ্গত,  ষষ্ঠ পজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে কালিগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে। প্রতীক পাওয়ার পর জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন চার প্রার্থী।