Image

বর্ণাঢ্য আয়োজনে সৈয়দপুরে  মহান মে দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: মালিক শ্রমিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সৈয়দপুরেও আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের অঙ্গীকারে বুধবার (১ মে)  ব্যবসা বাণিজ্যের পাশাপাশি শ্রমিক প্রধান শহর 
সৈয়দপুরে যথাযথ মর্যাদায় পালিত হয় দিবসটি। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে শ্রম কল্যাণ কেন্দ্রের হল রুমে শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী - ৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক নুরুর নাহার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. ষষ্টীচরণ চক্রবর্তী, মেডিক্যাল অফিসার ডা. ইসতেখার, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ 
সম্পাদক মমতাজ আলী, দপ্তর সম্পাদক এফাজ উদ্দিন সরকার, সৈয়দপুর রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মো. রাশেদ 
সৈয়দপুর ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের মো. মুন্না প্রমুখ। এর আগে মে দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী মাঠ (ফাইভ স্টার) থেকে 
র‌্যালিটি বের হয়। র‌্যালিতে শহরের শ্রমিক ও পেশাজীবী সংগঠনের শ্রমিক-কর্মচারীরা নিজ নিজ ব্যানার নিয়ে বিভিন্ন অংশ নেন। র‌্যালিটি শহরের বিমানবন্দর, উপজেলা সড়কসহ প্রধান প্রধান 
প্রদক্ষিণ করে শ্রম কল্যাণ কেন্দ্রের সামনে এসে শেষ হয়। এদিকে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেছে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সকল শ্রমিক সংগঠন। সকালে সংগঠনটির পক্ষ থেকে শহরে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। এতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, মাইক প্রচার ও অপারেটর শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা খাদ্যগুদাম শ্রমিক লীগ, উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে র‌্যালী বের করে। সংগঠনগুলো শহীদ স্মৃতিসৌধে অধিকার আদায়ে সংগ্রামে শহীদ শ্রমিকদের স্মরণে পুস্পমাল্য অর্পণ করে। এছাড়া দিনব্যাপী নানা আয়োজনে পালন করে দিবসটি। 
এদিকে মহান মে দিবসে কয়েকটি শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে অংশ নেন উপজেেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সৈয়দপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোস্তফা ফিরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু।