কর্মচারীদের নোটিশ ছাড়াই চাকরিচ্যুত, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক অবরুদ্ধ
- Jul 07 2024 14:24
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সূর্যের হাসি ক্লিনিকের ৪ কর্মচারীকে কোনো নোটিশ বা অবহিতরণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। রবিবার (৭ জুলাই) সকালে সকল কর্মকর্তা-কর্মচারী অফিসে আসলে তাদেরকে অফিস থেকে বের হরে দেওয়া হয়। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবরুদ্ধ করে ওই ক্লিনিকের কর্মচারী ও তাদের স্বজনরা।
জানা গেছে, উম্মে কুলসুম পারভীন, মোছা: শিউলি, শামসুর রহমান ও কামরুন্নেসা নামে চারজন কর্মচারী বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত। প্রতিদিনের মতো ওইদিন কর্মস্থলে হাজির হলে তাদেরকে চাকরি নেই বলে বের করে দেওয়া হয়। এর প্রতিবাদে ভুক্তভোগীসহ তাদের আত্মীয়-স্বজন একত্রিত হয়ে ব্যবস্থাপককে অবরুদ্ধ করে রাখেন। তারা ক্লিনিকের প্রধান গেটে তালা লাগিয়ে দেন। এতে করে সেবা নিতে আসা অনেক রোগী ও তাদের স্বজনদের ফিরে যেতে হয়। ভুক্তভোগী কর্মচারী উম্মে কুলসুম পারভিন বলেন, আমি দীর্ঘ ১৮ বছর ধরে এখানে আয়া পদে কর্মরত ছিলাম। এখন এই বয়সে কোথায় যাবো। কে চাকরি দেবে আমার স্বামী অসুস্থ। সাত মেয়ের মধ্যে তিন মেয়ের বিয়ে দিয়েছি। বাকি ৪ জন পড়ালেখা করছে। চাকুরি না থাকলে তাদের খাওয়া ও পড়ালেখার খরচ কিভাবে চালাব। শিউলী বেগম নামে অপর এক কর্মচারী বলেন, এখানে চাকরির প্রথম দিন থেকে যখন যা বলেছে তাই করেছি। আর আজ এসেই বলে চাকরি নেই। আমরা কোথায় যাবো।
তাদের ৪ জনের সকলেই অভিযোগ করেন বিনা কারণে তাদের ছাটাই করেছে। কর্তৃপক্ষ তাদের পছন্দমত লোকদেরকে চাকরিতে বহাল রাখতে ও নিয়োগ দেবার একটা কৌশল অবলম্বন করেছে।
এ ব্যাপারে সূর্যের হাসি ক্লিনিকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক সাজেদুর রহমান বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে অব্যাহতি দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই তাদের অফিসে আসতে নিষেধ করা হয়েছে। এ ক্ষেত্রে আমার কিছু করার নেই। অব্যাহতির পূর্বে তাদেরকে দু মাসের বেসিক স্যালারি প্রদান করা হয়েছেও বলে জানান তিনি
আরো সংবাদ
সৈয়দপুর বিজ্ঞান কলেজের সাফল্য: মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৫৩ শিক্ষার্থী
- Jul 07 2024 14:24
সৈয়দপুরে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন
- Jul 07 2024 14:24
বাগেরহাটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন
- Jul 07 2024 14:24
বাগেরহাটে বিএনপি নেতা মোস্তাফিজের বহিষ্কারাদেশ প্রত্যারের দাবিতে বিক্ষোভ
- Jul 07 2024 14:24
রামপালে হুড়কা ইউপি'র ডিজিটাল সেন্টারে দূর্ধর্ষ চুরি
- Jul 07 2024 14:24
সর্বশেষ
Weather
- London, UK
- 13%
- 6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July