Image

নলতায় টিকাদান কেন্দ্রে মা ও শিশুদের বসার জন্য চেয়ার ও ত্রিপল বিতরণ

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের হলরুমে ৯জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় ২০২৩-২০২৪ অর্থ বছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি) ১ম কিস্তি থেকে (একলক্ষ টাকার বরাদ্ধ) নলতা ইউনিয়নের ১৭ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে আগত মা ও শিশুদের বসার সুব্যবস্থার নিমিত্তে ৩ জন স্বাস্থ্য সহকারীর নিকট ১০২ টি চেয়ার এবং উঠান বৈঠক পরিচালনার জন্য ৩ জন পরিবার কল্যাণ সহকারীর নিকট ৩ টি ত্রিপল বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে ইউপির প্যানেল চেয়ারম্যান সমাজ সেবক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ বুলবুল কবীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সেলিম, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. প্রবীর কুমার মুখার্জী, নিউট্রিশন অফিসার,ইউনিসেফ, খুলনা ডা. শাহনাজ বেগম, টেকনিকাল এক্সপার্ট,ফ্যামিলি হেলথ্ ইন্টারন্যাশনাল মোঃ জিয়াউল আহসান, কালিগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুস সোবহান, ইউপি সচিব মোঃ শহিদুল ইসলাম, সদস্য মোঃ আশরাফ উদ্দীন খান, আঃ মজিদ প্রমুখ।