সৈয়দপুরে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ : দেশের ক্ষতি হোক এমন কর্মকান্ডে আমরা জড়িত নই
- Aug 01 2024 13:06
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে সংঘটিত নাশকতা, ভাংচুর ও অগ্নিসন্ত্রাসে ক্যাম্পবাসী জড়িত নয় বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সৈয়দপুরে বসবাসকারী উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি আহুত সংবাদ সম্মেলনে ওই দাবি করা হয়।
স্থানীয় রেলওয়ে অফিসার্স কলোনী রেলওয়ে মেস ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ জুলাই শহরের পাঁচমাথা মোড়ে জামায়াত- বিএনপির নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের পথসভা
অনুষ্ঠিত হয়। এ পথসভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সৈয়দপুরে ২২টি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের ধ্বংসাত্মক কর্মকান্ডের জন্য দায়ী করা হয়। অথচ আদৌ ওই কর্মকান্ডে জড়িত কিনা তার কোন সঠিক প্রমাণ নেই। যদি কেউ জড়িত থাকে তাদেরকে আইনের হাতে তুলে দেয়া হবে।
কিন্তু সম্প্রতি সৈয়দপুরে সংঘটিত নাশকতা ও অগ্নিসন্ত্রাসে কোনভাবেই ক্যাম্পবাসী জড়িত নয়। বিষয়টি সৈয়দপুর থানায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বাহিনীর সভায়ও আমাদের অবস্থান পরিস্কার করা হয়েছে এবং পুলিশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। আমরা ২০০৮ সাল থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত এবং দলীয় সকল কর্মসূচীতে অংশগ্রহণ থাকে। অথচ ঢালাওভাবে উর্দুভাষী ক্যাম্পবাসীদের অভিযুক্ত করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। এতে আমরা সাংগঠনিকভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছি। এ অবস্থায় ক্যাম্পবাসীকে নাশকতার সঙ্গে জড়িত করার ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহ- সভাপতি নূর হাসান মোলাম ও সানজিদা বেগম, সাংগঠনিক সম্পাদক শাহাজাদা, অর্থ সম্পাদক ইসমাইল পাপ্পু, প্রচার সম্পাদক মো. চান, দপ্তর সম্পাদক সনি বেগম মো. আলাউদ্দিন, মো. আসগর, মো. গোলাম, মো. মনা, গুড্ডু, ফিরোজ, ভলু,নাজমুল,বিন্দিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়,সৈয়দপুরে ২২ টি আটকেপড়া উর্দুভাষী ক্যাম্পের কথা বলা হলেও বাস্তবে এখানে ছোট বড় মিলিয়ে ২৬টি ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পে ৪ হাজার ৬৭০ টি পরিবার বসবাস করছে। এসব পরিবারের লোকসংখ্যা আনুমানিক ২০ হাজার। এসব পরিবারের শিক্ষিতের হার শতকরা ৫০ ভাগেরও বেশি জানিয়ে বক্তব্যে বলা হয় আমরা কখনই কোন অন্যায়কে প্রশ্রয় দেইনি এবং ভবিষ্যতেও দিবনা। তাই দয়া করে আমাদের উপরে এমন অপবাদ দিবেন না।
আরো সংবাদ
সুনামগঞ্জে সালিশ করতে গিয়ে যুবক খুন, আটক ৪
- Aug 01 2024 13:06
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- Aug 01 2024 13:06
১৫১ রাজাকারকে গুলি করে হত্যার মধ্য দিয়ে পতন ঘটে কপিলমুনি রাজাকার ঘাঁটির
- Aug 01 2024 13:06
শ্যামনগরে গণদাবির মুখে জবরদখল মুক্ত হলো ১৩ একর জমি
- Aug 01 2024 13:06
বাগেরহাটের মোরেলগঞ্জে ফেন্সিডিলসহ নারী ও তিন মাদকসেবী আটক
- Aug 01 2024 13:06
সর্বশেষ
Weather
- London, UK
- 13%
- 6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July