Image

নবাগত জেলা প্রশাসকের সাথে সাতক্ষীরা আহছানিয়া মিশন কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

ন্যাশনাল ডেস্ক: সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এর সভাপতি ও নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। 
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ম-সম্পাদক আলহাজ্জ ডা. এএফ‌এম একরামুল হক, সহ-সম্পাদক জিএম মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ আলহাজ্জ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য, আলহাজ্জ আব্দুল খালেক, আলহাজ্জ ফজর আলী, আজহারুল ইসলাম (পুটু) ও  ফখরুল আহছান।
জেলা প্রশাসক এসময় বলেন, পীরে কামেল খাঁন বাহাদুর আহছানল্লা (র.) র‌ওজা জিয়ারত এবং নলতা শরীফ শাহী জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় করেছি। মিশনের কার্যক্রম আমার ভালো লেগেছে। এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশনের পক্ষ থেকে খাঁন বাহাদুর আহছানল্লা রচিত 'আমার জীবনধারা' ব‌ইটি উপহার প্রদান করা হয়।