রংপুর বিভাগের ১৬ টি ক্লাবের সমন্বয়ে সৈয়দপুরে লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা পক্ষের উদ্বোধন
- Oct 01 2024 14:48
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল’র রংপুর বিভাগীয় অক্টোবর সেবাপক্ষ ও সেবা মেলা শুরু হয়েছে। রংপুর বিভাগের ১৬টি লায়ন্স ক্লাবের অংশগ্রহনে সেবা পক্ষের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ সেবা পক্ষের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ-২ এর জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ হানিফ (এমজেএফ)।
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন প্রথম ভাইস গভর্ণর লায়ন শংকর কুমার রয় মনা (পিএমজেএফ) দ্বিতীয় জেলা ভাইস গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ), প্রাক্তন জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন এজাজ আহমেদ, ক্যাবিনেট ট্রেজারার ইফতেখার আহমেদ পুলক, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন সাংবাদিক আমিনুল হক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার, ক্লাব জোন চেয়ারম্যান মোস্তাফিজ আহমেদ রাজা, রিজিয়ন কো-অর্ডিনেটর রানা আজহার, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন জাকির হোসেন মেনন, সহ সভাপতি হাজী আলী ইমাম, সাধারন সম্পাদক হাসান ইমাম, লায়ন আলহাজ্ব আনোয়ার আলী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা সেবা পক্ষ উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন জেলার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দেওয়া স্টল ঘুরে দেখেন।
এসময় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপলক্ষে সেবা মেলায় লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের পক্ষে দুস্থদের মাঝে ছাগল বিতরণ করা হয়। দুস্থ মোকছেদুলের হাতে ছাগল তুলে দিয়ে সেবা কার্যক্রমের সুচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ। পরে ক্লাবগুলোর পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করা হয়। এসব সেবা কর্মসূচির মধ্যে ছিল ডায়াবেটিস চেকআপ, রক্তের গ্রুপ নির্ণয়, অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা, দন্ত চিকিৎসা, দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তাসহ রিক্সাভ্যান, খাদ্য, বস্ত্র,সেলাই মেশিন,খেলার সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ। এছাড়া বিভিন্ন প্রজাতির বৃক্ষও বিতরণ করা হয়।
সেবা মেলায় রংপুর বিভাগের লায়ন্স ক্লাব অব সৈয়দপুর, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার,
নীলফামারী লায়ন্স ক্লাব, জলঢাকা লায়ন্স ক্লাব, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এরিস্টোক্রেসট,পঞ্চগড় লায়ন্স ক্লাব, লায়ন্স ক্লাব অব লালবাগ,কুড়িগ্রাম লায়ন্স ক্লাব, লায়ন্স ক্লাব অব বেগম রোকেয়া, লায়ন্স ক্লাব অনন্ত অংশ নেয়। সেবা পক্ষ ও সেবা মেলা উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলার লায়ন সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান দুটি পর্বে হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের বিদায়ী সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার। শেষ পর্বের অনুষ্ঠানে সভাপতি করেন একই ক্লাবের নবাগত সভাপতি জাকির হোসেন মেনন।
এরআগে অক্টোবর সেবা পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে লায়ন্স ক্লাবের সদস্য ছাড়াও লায়ন্স স্কুল এন্ড কলেজ এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশ নেয়।
আরো সংবাদ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
- Oct 01 2024 14:48
শ্যামনগরে পানির সহজলভ্যতা দাবিতে মানববন্ধন ও অ্যাডভোকেসী সভা
- Oct 01 2024 14:48
সৈয়দপুরে এমাদিয়া ফাউন্ডেশন'র উদ্যোগে ৫ শতাধিক রোগীর ফ্রি সেবা প্রদান
- Oct 01 2024 14:48
ডুমুরিয়ায় আল-হাবিব (সাঃ) ক্যাডেট স্কীম মাদ্রাসায় বার্ষিক সদস্য সন্মেলন
- Oct 01 2024 14:48
ডুমুরিয়ার পল্লীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- Oct 01 2024 14:48
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






