Image

পূজামণ্ডপ পরিদর্শনে নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেছেন, আমরা জনগনের সেবক। তাদের সমস্যা সমাধানে আমাদের দায়িত্ব অনেক বেশী। তাই সৈয়দপুরসহ নীলফামারী জেলাকে ঢেলে সাজাতে চাই। এজন্য খুব শিগগির সবাইকে নিয়ে আমরা আলোচনা বসবো। সেখানে সমস্যা সমাধানে সিদ্ধান্ত নেওয়া হবে। 

গত শুক্রবার (১১ অক্টোবর) রাতে সৈয়দপুরের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে উপস্থিত সুধিজনদের সামনে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি ওইসব কথা বলেন। তিনি বলেন,

সৈয়দপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন দেখলাম,তাতে আমি অভিভূত। "ধর্ম যার যার, উৎসব সবার" কথাটি এখানেও প্রমাণিত হয়েছে। তিনি বলেন সকল শঙ্কাকে পিছনে ফেলে এখানে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব চলছে। এটি হয়েছে শুধুমাত্র সম্প্রীতির বন্ধনের ফলে। পূজার উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপি -জামায়াতের নেতাকর্মীরা যেভাবে সহযোগিতা করেছে তা সত্যিই প্রশংসনীয়। আগামিতে আরও উৎসবমূখর পরিবেশে দুর্গোৎসবসহ সকল আয়োজন করা হবে বলে জানান তিনি। সৈয়দপুরসহ জেলার বিভিন্ন সমস্যা প্রসঙ্গে জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন,নীলফামারী জেলাকে ঢেলে সাজানো হবে। এজন্য সকলকে নিয়ে তিন মাস পরপর সভা করা হবে। তিনি বলেন রংপুর বিভাগের আট জেলার কেন্দ্রবিন্দু হচ্ছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা। এখানকার শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থান খুবই ভালো। বিমানবন্দরের কারণে সপ্তাহের প্রায় দিনই আমাকে সৈয়দপুরে আসতে হয় জানিয়ে জেলা প্রশাসক বলেন, এখানে যেসব সমস্যা রয়েছে, তা সমাধানে কাজ করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, বিএনপি নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, জেলা বিএনপির সহ সভাপতি ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি এবং কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির  সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রাজকুমার পোদ্দার রাজু প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অনুষ্ঠান পরিচালনা করেন দুর্গাপূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান টিকেন্দ্রজিৎ রায় মিরু। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইদুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর- ই- আলম- সিদ্দিকী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান, বিএনপি নেতা শফিকুল ইসলাম জনি, শহর জামায়াতে ইসলামীর আমীর শরফুদ্দিন খান, জামায়াত নেতা ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়িদ আলাল, ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনারসহ ছাত্রদল, ছাত্র শিবিরের নেতৃবৃন্দসহ দুর্গাপূজা উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দ।  

এরআগে জেলা প্রশাসক পূজামণ্ডপে এসে পৌছুলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পূজা উদযাপন কমিটির সভাপতি রাজকুমার পোদ্দার রাজু ও সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কিসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তিনি মঙ্গল দ্বীপ প্রজ্জলনের পর পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে উপহার হিসেবে আনা হাড়ি ভর্তি  মিষ্টি তুলে দেন। এসময় জেলা প্রশাসকসহ অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।