Image

ডুমুরিয়ায় তৃণমূলে নেতৃবৃন্দের সাথে ঈদত্তোর সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা রুবায়েদ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় পবিত্র ঈদু-উল আযহাত্তোর তৃণমূলের নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ কুশালাদী বিনিময় করেন খুলনা ৫-ডুমুরিয়া-ফুলতলা আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েদ।

রোববার বিকেলে তিনি উপজেলার খর্নিয়া, ডুমুরিয়া সদরসহ তৃণমূল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন। 

এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সদস্য গাজী তফসির আহমেদ, জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, শেখ সরোয়ার হোসেন, কৃষকদল নেতা মাস্টার আইয়ুব হোসেন, ইউপি সদস্য আব্দুল হালিম সরদার, সদরার দৌলত হোসেন, মোঃ নজরুল ইসলাম,সরদার বিল্লাল হোসেন, মোনায়েম হোসেন,রফিকুল ইসলাম ফকির, ছাত্রদল নেতা অনিক আহমেদ, শেখ সোহান, ফয়সাল আহমেদ, আতাউর রহমান প্রমুখ। 

এর আগে প্রয়ত বিএনপি নেতা ও খর্নিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদারের রূহের মাগফিরাত কামনা করে তার কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।