
ফেসবুকে এবং কিছু মিডিয়া চামড়ার দাম নিয়ে অপপ্রচার চালাচ্ছে: বানিজ্য উপদেষ্টা
- Jun 09 2025 14:55
সাতক্ষীরা প্রতিনিধি: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু নিউজ মিডিয়ায় কোরবানি পশুর চামড়ার দাম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে । সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কুরবানী পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে সাড়ে সাত লক্ষ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছিল। এছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছেন। তিনি বলেন চামড়া শিল্পে প্রনোদনা বাবদ ২১৫ কোটি টাকা দেওয়া হয়েছে। চাহিদার জন্য ওয়েট ফুল চামড়া এবং সাদা চামড়া রপ্তানির শর্ত শিথিল করা হয়েছে। এখন জনগণ নিয়ম মেনে একত্রিত হয়ে মজুদ বা সংরক্ষণ করলে সরকার নির্ধারিত মূল্য আরো বেশি মূল্য পাবে।
এর আগে বাণিজ্য উপদেষ্টা সুন্দরবন ঘেষা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয় ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এদিকে, বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে নবীন প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ঐতিহ্যবাহী এ বিদ্যালয় প্রাঙ্গন।
বেলা ১১ টায় অনুষ্ঠিত মিলন মেলায় সাবেক শিক্ষাথী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিদ্দিক জোবায়ের, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোসাম্মদ আসমা বেগম প্রমুখ।
আরো সংবাদ
১৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
- Jun 09 2025 14:55
মথুরেশপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী
- Jun 09 2025 14:55
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পণ্য আটক
- Jun 09 2025 14:55
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July