
কালিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন 'বন্ধন ফাউন্ডেশন'র আত্মপ্রকাশ
- Jun 09 2025 16:34
বিশেষ প্রতিনিধি: প্রাক্তন ছাত্রবন্ধুদের নিয়ে কালিগঞ্জে "বন্ধন ফাউন্ডেশন" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ৯ জুন বিকাল ০৫ টায় নলতা শহরে ২১ সদস্য বিশিষ্ট ২২টা বিভাগ নিয়ে গঠিত এ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে অধ্যক্ষ আবু রাসেল আসকারী ও সেক্রেটারি হিসেবে এ্যাডভোকেট সিদ্দিকুর রহমানের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে গিয়াসউদ্দিন রাহেল, সহ সভাপতি, হাসানুজ্জামান রাজু,সহ সভাপতি, বখতিয়ার খিলজি, সহ সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ড.মিজানুর রহমান,অফিস সম্পাদক ইমরান হোসেন,অর্থ সম্পাদক আনিছুর রহমান, প্রচার ও মিডিয়া, প্রভাষক মামুন বিল্লাহ,সহ হারুনর রশীদ, বানিজ্য বিষয়ক রফিকুল ইসলাম রেজা,ধর্ম বিষয়ক মাওলানা শাহিনুর রহমান,শ্রম বিষয়ক মাওলানা আব্দুর রাজ্জাক,সহ আরিফ বিল্লাহ,কৃষি বিষয়ক বাকি বিল্লাহ ও ওসমান কবির,সাহিত্য সংস্কৃতি শাহ সিদ্দিকী ও রবিউল ইসলাম, অডিট ও হিসাব, আবু তালিব ও আব্দুর রাজ্জাক, বিদেশ ও প্রবাসী বিষয়ক শাহিনুর রহমান,নিরাপত্তা বিষয়ক মুস্তাফিজুর রহমান ময়না,তথ্য ও প্রযুক্তি বিষয়ক আবু জাফর ও শাহিনুর রহমান, যুব ও ছাত্র আব্দুল গফুর ও রবিউল ইসলাম।
মূলতঃ মানব কল্যাণকে সামনে রেখে এ সংগঠনের জন্ম হয়েছে। পরিশেষে নব নির্বাচিত সভাপতি অধ্যক্ষ আবু রাসেল আসকারী বলেন,সততা ও আন্তরিকতা যদি আমাদের থাকে তাহলে আমাদের কেউ গতিরোধ করতে পারবেনা।সফলতা আমাদের আসবেই। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।
আরো সংবাদ
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পন্য জব্দ
- Jun 09 2025 16:34
কালিগঞ্জে ইডা’র ৩০তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন
- Jun 09 2025 16:34
কালিগঞ্জে ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আট
- Jun 09 2025 16:34
খালি পেটে ডাবের পানি খাওয়ার উপকারিতা
- Jun 09 2025 16:34
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July