
সৈয়দপুরে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে এফ ওএইচ
- Jun 10 2025 06:11
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে এফওএইচ স্কুলে অধ্যায়নরত পিছিয়ে পড়া ১ হাজার ৩০০ শিক্ষার্থীর মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডস্ অব হিউম্যানিটি (এফ ও এইচ)।
গত ৮ জুন বিকেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহরের গোলাহাটস্থ এফওএইচ স্কুল চত্বরে ওই মাংস বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আমেরিকা ভিত্তিক বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা ফেন্ডস্ অব হিউম্যানিটি (এফ ও এইচ)’র অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করে রংপুরের স্বেচ্ছাসেবি সংস্থা হিউম্যানিটি ইন ডিসট্রেজ (হিড)।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ অব হিউম্যানিটি পরিচালিত এফ ও এইচ স্কুলের কান্ট্রি ডাইরেক্টর সৈয়দ ওসামা জালাল, হিউম্যানিটি অব ডিস্ট্রেজ’র (হিড) চেয়ারম্যান এম এ বারি, এফওএইচ’র স্থানীয় প্রতিনিধি আব্দুল লতিফ, সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি উর্দু কবি মাজিদ ইকবালসহ এফ ও এইচ স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে হিড’র চেয়ারম্যান এম এ বারি জানান, প্রতি বছরের মতো এবারও এফওএইচ পরিচালিত স্কুলে অধ্যায়নরত পিছিয়ে পড়া ১ হাজার ৩০০ জন শিক্ষার্থীর মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এরআগে ৮ জুন ঈদুল আজহার দ্বিতীয় দিন সকালে পশু জবাইয়ের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। সংস্থার সকল নিয়ম মেনে এবারে ২০ টি গরু ও ৩৮ টি ছাগল কোরবানি দেয়া হয় বলে জানায় আয়োজক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য আমেরিকা ভিত্তিক ওই প্রতিষ্ঠানটি কয়েক বছর থেকে সৈয়দপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করা শিক্ষার্থীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করে আসছে। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে সংস্থার মাধ্যমে। বিনামূল্যে টিফিনের ব্যবস্থা এবং চিকিৎসা সহায়তাও দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
আরো সংবাদ
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পন্য জব্দ
- Jun 10 2025 06:11
কালিগঞ্জে ইডা’র ৩০তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন
- Jun 10 2025 06:11
কালিগঞ্জে ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আট
- Jun 10 2025 06:11
খালি পেটে ডাবের পানি খাওয়ার উপকারিতা
- Jun 10 2025 06:11
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July