Image

মথুরেশপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলন  ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় মথুরেশপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও মোহোনা শিল্পীগোষ্টীর পরিচালক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় মথুরেশপুর শ্রমিক কল্যাণের অফিস উদ্বোধন মাধ্যমে অনুষ্ঠানটি  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন 

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাস্টার সালাউদ্দিন।আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম ঢালী ,মথুরেশপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আমীর মোঃ মুনজুর মুরশিদ, মথুরেশপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আজগার আলী, মথুরেশপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ লোকমান হোসেন,মথুরেশপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ, মথুরেশপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শেখ আবু রায়হান,  

মথুরেশপুর ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল সভাপতি এবং  সেক্রেটারিবৃন্দ।অনুষ্ঠানের পূর্বে এবং শেষে সকলে একত্রিত হয়ে পবিত্র ঈদুল আযহার পরবর্তী দিক নির্দেশনামূলক বক্তব্য  বুকে ধারণ করে সামনের পথ অতিক্রম করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং পবিত্র ঈদুল আযহারর তাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সুখ দুঃখ আনন্দ বেদনা সকলের মাঝে ভাগাভাগি করে নেন।