
শ্যামনগরের কাশিমাড়ীতে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা
- Jun 22 2025 06:21
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন (শনিবার) স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের গতি এবং পরিকল্পনা পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এ সভাটি অনুষ্ঠিত হয় শংকরকাটি গ্রাম সমিতির কার্যালয়ে।
সভাটি আয়োজন করে কাশিমাড়ী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম, যা বাস্তবায়ন করে বেসরকারি উন্নয়ন সংস্থা *লিডার্স* এবং আর্থিক সহযোগিতা প্রদান করে আন্তর্জাতিক দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড।
সভায় সভাপতিত্ব করেন শংকরকাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ফোরামের সভাপতি মোহাম্মদ শফিকুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি মোহাম্মদ বাদশা আজম, সম্পাদক মোঃ আবুল হোসেন এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। লিডার্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোছা: লায়লা খাতুন, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর শান্তারানী এবং কমিউনিটি মবিলাইজার সীমা রানী।
সভায় ফোরামের পক্ষ থেকে আগামী ছয় মাসের জন্য নতুন কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা হয় এবং একটি বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। আলোচনায় উঠে আসে কৃষি, পানিসম্পদ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
সভাপতি মোহাম্মদ শরিফুল বারী বলেন,
“লিডার্সের সহযোগিতায় আমাদের এলাকায় কৃষি খাতে অনেক উন্নয়ন হয়েছে। বিভিন্ন পিএসএফ (পাবলিক শ্যালো টিউবওয়েল) সংস্কার, বাঁশের সাঁকো এবং ইটের সোলিং রাস্তা নির্মাণের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। পাশাপাশি সুপেয় পানি নিশ্চিত করতে লিডার্সের পক্ষ থেকে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ নানা কার্যক্রম পরিচালিত হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”
সভায় লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মোছা: লায়লা খাতুন বলেন,
“আমরা শুধু প্রকল্প বাস্তবায়ন করি না, মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করি। ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী সবাই মিলে কাজ করলে উন্নয়ন আরও ফলপ্রসূ হবে।”
তিনি আরও বলেন,“আমরা চাই স্থানীয় জনগণ নিজেরাই নিজেদের সমস্যা চিহ্নিত করে সমাধানে অংশ নিক। লিডার্স পাশে থাকবে, কিন্তু পরিবর্তনের মূল চালিকা শক্তি হতে হবে এখানকার মানুষদের।”
সভা শেষে উপস্থিত সদস্যরা একযোগে কাজ করার অঙ্গীকার করেন এবং স্থানীয় স্তরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ফোরামের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই অর্ধ-বার্ষিক সভা কাশিমাড়ী ইউনিয়নের জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরো সংবাদ
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পন্য জব্দ
- Jun 22 2025 06:21
কালিগঞ্জে ইডা’র ৩০তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন
- Jun 22 2025 06:21
কালিগঞ্জে ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আট
- Jun 22 2025 06:21
খালি পেটে ডাবের পানি খাওয়ার উপকারিতা
- Jun 22 2025 06:21
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July