
১৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
- Jun 22 2025 16:10
সাতক্ষীরা প্রতিনিধি: পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪ বাংলাদেশিকে বিজিবি'র কাছে হস্তান্তর করেছে। তারা হলেন, ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা গলির বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের মেয়ে রাণী মন্ডল, দেবাশীষ মন্ডলের মেয়ে রিয়া মন্ডলসহ ১৪ জন।
শনিবার (২১ জুন) বিকেলে সাতক্ষীরার কুশখালী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাসিবুর রহমান এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার।
সাতক্ষীরা ৩৩, বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। বিভিন্ন সময় তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে। তাদেরকে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা ১৪ বাংলাদেশিকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
আরো সংবাদ
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পন্য জব্দ
- Jun 22 2025 16:10
কালিগঞ্জে ইডা’র ৩০তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন
- Jun 22 2025 16:10
কালিগঞ্জে ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আট
- Jun 22 2025 16:10
খালি পেটে ডাবের পানি খাওয়ার উপকারিতা
- Jun 22 2025 16:10
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July