Image

পাইকগাছায় জিয়া পরিবারের জন্য মসজিদে মসজিদে দোয়া মাহফিল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  পাইকগাছায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ২৬ ডিসেম্বর শুক্রবার জুম্মাবাদ উপজেলা মডেল মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌরসভা বিএনপি এ দোয়া মাহফিল এর আয়োজন করে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ,সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লী।

 মডেল মসজিদের দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।