
সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০'ক্রিকেটে চ্যম্পিয়ান হলো ড্রীম এলিভেন
- Dec 30 2024 13:43
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : ফাইনাল খেলার সফল সমাপ্তির মধ্যদিয়ে পর্দা নামলো প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর আয়োজিত সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট (সিজন) ২০২৪ এর টুর্নামেন্ট। সোমবার (৩০ ডিসেম্বর) সৈয়দপুর রেলওয়ে মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দুপুর ১২ টায় শুরু হওয়া ওই খেলার উদ্বোধন করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন। ফাইনাল খেলায় ড্রীম এলিভেন ১৮ রানে সৈয়দপুর এলিভেনস কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
কানায় কানায় পরিপূর্ণ গোটা রেলওয়ে মাঠে দর্শকের উপস্থিতি খেলার জৌলুশ আরও বাড়িয়ে দেয়। খেলায়,সৈয়দপুর এলিভেনস্ এর অধিনায়ক মিন্টু টস জিতে ভেজা মাঠের ফয়দা নিতে প্রতিপক্ষ ড্রীম এলিভেনের অধিনায়ক শামীমকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়। দলটি ব্যাট করতে নেমে শুরু থেকে দেখে শুনে খেলতে থাকে ব্যাটাররা। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রানের লড়াকু পুঁজি গড়ে তোলে। দলের ব্যাটার ইসতি ব্যাটিং তান্ডব চালিয়ে ২৯ বলে ৫০ ও শামিম মাত্র ১২ বলে ৩০ সর্বোচ্চ রান করেন।
১৭২ রানের জয়ের লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে পাওয়ার প্লে'র ৬ ওভারে মাত্র ৩০ রান করে। তবে পরের ওভার গুলোতে বোলারদের ওপর হামলে পড়ে। এতে রানের চাকা সচল হলে এক পর্যায়ে মনে হচ্ছিলো সৈয়দপুর এলিভেন জয়টা পেয়েই যাবে। কিন্তু ১৬ ওভারের পরে তাদের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে সামিল হয়। জয়ের জন্য তাদের শেষ ওভারে প্রয়োজন পড়ে ২১ রানের। কিন্তু শেষ ওভারে মাত্র দুই রান সংগ্রহ হয়। দলটি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের ব্যাটার বিপুল ৫৬ ও রানা ৩৪ রান ছিল উল্লেখযোগ্য।
ড্রীম এলিভেনের ইসতি ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন বেস্ট ফিল্ডারের পুরস্কার পেয়েছেন ড্রীম এলিভেনের দ্বীপ। গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে ১৫৬ ও বল করে ৯ উইকেট সংগ্রহ করা ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন রানারআপ দলের অলরাউন্ডার রানা। ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন মো. জাহিদ আলম ও মমতাজ সিদ্দিকী।
থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন মনিরুজ্জামান মিলন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক এটলাস কসমেটিকস লিমিটেডের কর্ণধার সাবেক ক্রিকেটার হুমায়ুন কবিরের পিতা মো. হারুন উর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক মোস্তফা জাকির হাসান। বিশেষ অতিথির বক্তব্য বলেন রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক মোমতাজুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মনোয়ার হোসেন মনু।
পরে প্রধান ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে চ্যাম্পিয়ান ও রানারআপ ট্রফি তুলে দেন। একই অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সমাজসেবা,মানবসেবায় নিয়োজিত বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক এবং টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দল ও খেলোয়াড়,কোচ এবং অন্যান্যদের ক্রেষ্ট ও মেডেল প্রদান করা হয়।
ফাইনাল খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি শামসুল আলম, আনিছ আনসারী,
জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, যুগ্ম আহবায়ক নাঈম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোশাররফ হোসেন, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক সাদেদুজ্জামান দিনার, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগম, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মামুনুর রশীদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল আলম তারিক, তৌহিদুর রহমান তোহিদ,আলহাজ্ব মাহবুব আলম, ক্রীড়া সংগঠক মিনহাজুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য গত ৯ ডিসেম্বর ওই টুর্নামেন্ট শুরু হয়। সৈয়দপুরের ১২ টি দলের স্থানীয় ১৯২ জন ক্রিকেটার অংশ নেয়।
আরো সংবাদ
পাইকগাছায় একটি সালিশকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের উপর হামলায় আহত-৪
- Dec 30 2024 13:43
শ্যামনগর থানা মাদ্রাসার বহুতল ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম
- Dec 30 2024 13:43
সুনামগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
- Dec 30 2024 13:43
সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Dec 30 2024 13:43
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July