Image

সৈয়দপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৬ জুলাই) বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি 

 নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.সিদ্দিকুল আলম সিদ্দিক জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী, সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, টুর্নামেন্ট

কমিটির আহবায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এ কে এম আমিরুজ্জামান শামীম, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল, কাশিরাম বেলুপুকুর ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক আহসান উদ্দিন বাদল ও কোষাধ্যক্ষ বদিউজ্জামান বদিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। 

টুর্নামেন্টে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী খাতামধুপুর 

ইউনিয়নে পাঁচটি ফুটবল দল এবং সৈয়দপুর পৌরসভা ফুটবল দল অংশ গ্রহন করছে। 

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সৈয়দপুর পৌরসভা ফুটবল দল ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন ফুটবল দল পরস্পরের মুখোমুখি হয়।

এতে সৈয়দপুর পৌরসভা দল ৫-০ গোলে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন দলকে পরাজিত করেছে।উদ্বোধনী খেলায় রেফারি ছিলেন মো. শরিফুল ইসলাম এবং সহকারি রেফারী ছিলেন গোলাম মোস্তফা ও আমিনুল ইসলাম। খেলায় চতুর্থ রেফারি ছিলেন আব্দুস সালাম মন্ডল।

রবিবার (৭ জুলাই) টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় 

বোতলাগাড়ী ফুটবল দল ও খাতামধুপুর ইউনিয়ন ফুটবল দল অংশ গ্রহন করবে। আগামী ১১ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।