Image

সুনামগঞ্জে পুলিশের অভিযানে নাশকতা মামলায় দুই শিবির কর্মী গ্রেফতার

এম রেজা টুনু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে সদর থানার মামলা নং-১৮, তারিখ-১৯/১২/২০২৩ খ্রি. এর তদন্তে সন্দিগ্ধ আসামি দুই শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানাধীন মান্নারগাঁও ইউনিয়নের কামারগাঁও গ্রামের মঞ্জুর আলীর ছেলে ফারহান শাহরিয়ার ফাহিম (২৫) এবং শান্তিগঞ্জ থানাধীন পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের নুরুল হকের ছেলে সুমেল মিয়া (২৪)। উভয় বর্তমান অবস্থান সুনামগঞ্জ সদর হাসপাতাল রোড, পুরবি আ/এ-৫৭, লন্ডন প্রবাসী নুরুল ইসলামের বাসা, যা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাত্রাবাস। সুমেল মিয়া সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি এবং ফারহান শাহরিয়ার ফাহিম সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের প্রকাশনা ও শিক্ষা বিষয়ক সম্পাদক। গ্রেফতারকৃত আসামি সুমেল মিয়াকে আজ বুধবার (১৭ জুলাই ২০২৪ খ্রি.) দুপুর দেড়টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে এবং ফারহান শাহরিয়ার ফাহিমকে ওই ছাত্রাবাস থেকে রাত সাড়ে ৩টায় গ্রেফতার করা হয়।