সৈয়দপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ চারজন গ্রেফতার
- Nov 25 2024 08:46
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে মাদক সংক্রান্ত মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত সহ মাদক ও প্রতারণা মামলার পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (২৫ নভেম্বর) ভোরে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিনের নেতৃত্বে পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার মৃত নেছারের পুত্র মো. লাড্ডু,(৩৮), মাদক সংক্রান্ত মামলায় শহরের নিচুকলোনী মসজিদ মাঠ এলাকার জাবেদ আলীর পুত্র আলামিন(২৬), প্রতারণা মামলার আসামি খাতামধুপুর ইউনিয়নের কাচারিপাড়ার জায়েদ আলীর পুত্র রাকিবুল ইসলাম ওরফে আকিমুল (২৫) ও একই এলাকার ফিক্কার আলীর পুত্র মিরাজুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, সম্প্রতি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মাদক মামলার আসামি মো. লাড্ডু'র বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে তিন বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সাজা দেওয়া হয়। কিন্তু সে পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানাটি গত ৩০ অক্টোবর থানায় এলে পুলিশ তাকে ধরতে অভিযান চালায়।
কিন্তু সে ছিল ধরাছোঁয়ার বাইরে। পরে সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোরে হাতিখান এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে পলাতক আসামি আলামিন, রাকিবুল ইসলাম ও মিরাজুল ইসলামে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযানে অংশ নেন থানার উপ পরিদর্শক আখতারুল করিম, সোহরাব হোসেন, আব্দুল হামিদ,সহকারি উপ পরিদর্শক মো. আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলার পলাতক চার আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
কালিগঞ্জে ভাই ভাই কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও এক কৃষকের অভিযোগ
- Nov 25 2024 08:46
হরতাল-অবরোধ-বিক্ষোভ: সাতক্ষীরা-৩ আসনে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
- Nov 25 2024 08:46
ডুমুরিয়ায় শিক্ষার্থীদের মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
- Nov 25 2024 08:46
শ্যামনগরে মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজে অবৈধ নিয়োগ বাণিজ্য!
- Nov 25 2024 08:46
সৈয়দপুরে মথবীজে রং মিশিয়ে মুগ ডাল বিক্রি, ব্যবসায়ীর জরিমানা
- Nov 25 2024 08:46
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






