সৈয়দপুরে ভিসা প্রতারণার অভিযোগে দুই সহোদর গ্রেফতার
- Nov 13 2025 13:57
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ভিসা প্রতারণাসহ অনলাইনে জুয়া খেলার অভিযোগে আপন দুই সহোদরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। বুধবার (১২ নভেম্বর) ভোরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. আকতার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুরের পঞ্চায়েত পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ওই এলাকার আতাউর রহমান ওরফে আতিকের পুত্র লিমন হোসেন (২৯) ও ইমন হোসেন (২০)। এসময় তাদের কাছে থাকা তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতারকৃত দুই আসামীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে এজাহার নামীয়সহ বেশ কয়েকজন ছাড়াও অজ্ঞাতদের আসামী করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সুত্র জানায়, নীলফামারী জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. আকতার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ওই এলাকায় আতাউর রহমান ওরফে আতিকের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে
অভিযুক্তদের গ্রেফতারে বাধা দিয়ে সরকারি কাজে বিঘ্ন ঘটিয়ে অন্যান্যদের পালাতে সহায়তা করে কয়েকজন। তবে গোয়েন্দা পুলিশের আভিযানিক দলের সাহসিকতায় আতিকের দুই পুত্র মো. লিমন হোসেন ও মো ইমন হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে স্থানীয় স্বাক্ষীদের সামনে দুই সহোদর লিমন ও ইমনের কাছে থাকা তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। তাদের মোবাইল ফোন পর্যালোচনা করে ভিসা প্রতারণা, অনলাইনে জুয়া খেলার অ্যাপসসহ বিভিন্ন প্রমাণ পাওয়া যায়। এছাড়া গ্রেফতার দু জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভিসা প্রতারণা সহ অনলাইনে জুয়া খেলার কথা অকপটে স্বীকার করেন।
এ ব্যাপারে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনে সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়। মামলা নং- ১৫, তাং-১২/১১/২০২৫
মামলায় অভিযুক্তদের গ্রেফতারে বাধা এবং অন্যান্যদের পালাতে সহায়তা করায় উল্লিখিত দুই সহোদর ছাড়াও বেশ কয়েকজন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
জানতে চাইলে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. আকতার হোসেন ভিসা প্রতারণাসহ অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুই জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ভিসা প্রতারক ছাড়াও অনলাইনে জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য অপরাধীদের গ্রেফতার অভিযানও চলছে।
আরো সংবাদ
বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ডুমুরিয়ার শরাফপুরে দোয়া অনুষ্ঠান
- Nov 13 2025 13:57
শ্যামনগরে পিতা-পুত্রসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থী ৩
- Nov 13 2025 13:57
নীলফামারী-৪ আসনে চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- Nov 13 2025 13:57
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






